বিনোদন

নেহা কাক্কারের কনসার্টে প্রশংসিত ইমেকার্স বাংলাদেশ

প্রথমবারের মতো ঢাকায় এসে শ্রোতা-দর্শক মাতিয়ে গেলেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার। গেল ৩০ সেপ্টেম্বর আয়োজিত কনসার্টে বাংলাদেশের সংগীতপ্রেমীদের সামনে সরাসরি গান পরিবেশন করেন তিনি। কনসার্ট ঢাকার বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। ‘নেহা কাক্কার লাইভ ইন ঢাকা পাওয়ার্ড বাই রিফাত ট্রেডিং’ শিরোনামের এই কনসার্টটি আয়োজন করেছিলো ইমেকার্স বাংলাদেশ। এর অনলাইন পার্টনার হিসেবে ছিলো জাগোনিউজ২৪.কম। সময়ের প্রতিকূলতাকে পাশ কাটিয়ে নগরবাসীকে সুন্দর উপস্থাপনায় সুশৃঙ্খল বিনোদন প্রদানের জন্য সবমহলেই প্রশংসিত হয়েছে এই আয়োজন। অভিনন্দিত হয়েছে আয়োজক ইমেকার্স বাংলাদেশ। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাঈম আশরাফ বলেন, ‘প্রথমেই ধন্যবাদ দিচ্ছি নেহা কাক্কারের ভক্তদের। আমাদের সম্মানিত সকল দর্শক অনুষ্ঠানটিকে নিজের মনে করে সহযোগিতা করেছেন। নইলে এত মানুষের বিরাট এই অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ করতে পারতাম না। সবার কাছ থেকে দারুণ সারা পেয়েছি আমরা। সবার সুশৃঙ্খল অংশগ্রহণ মুগ্ধ করেছে আমাদের। কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, অনুষ্ঠানের অনুমতি দিয়ে আমাদের সুন্দর এই প্রয়াসকে সফল করার পথ সুগম করেছেন। কৃতজ্ঞতা রইলো এই আয়োজনের সকল অংশীদার ও সহযোগীদের প্রতি। ধন্যবাদ দেশের সকল গণমাধ্যমকে; যারা আমাদের প্রচারে সবসময় নিঃস্বার্থভাবে পাশে ছিলেন।’নাঈম আশরাফ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিলো নামমাত্র ব্যবসায়িক ভাবনায় নানা অঘটনের শিকার হয়ে মুষড়ে পড়া মানুষগুলোর মধ্যে কিছুটা বিনোদন ছড়িয়ে দেয়া। নেহা কাক্কারের গান ও নাচের তালে সেটি করতে পেরে আমরা আনন্দিত।’তিনি আরো বলেন, ‘এই কনসার্ট অনুষ্ঠিত হওয়া নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। খোদার অশেষ রহমতে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবেই সেটি আমরা শেষ করতে পেরেছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিলো না। বিশেষ করে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যখন দেশ ও দেশের বাইরে নানা অপপ্রচার এবং গল্প-গুজব তখন এই আয়োজনটি ছিলো আমাদের জন্য বিশেষ চ্যালেঞ্জের। কনসার্ট সফল হওয়ায় নিরাপত্তা নিয়ে সবার ভাবনায় ইতিবাচকভাবে পরিবর্তন এসেছে বলেই আমাদের বিশ্বাস। এভাবে সবার সহযোগিতা ও উৎসাহ পেলে ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করতে চাই।’নেহা কাক্কারের কনসার্টটি নিয়ে ইমেকার্স বাংলাদেশের হেড অব মিডিয়া এন্ড কমিউনিকেশন আফ্রিদ হাসান বলেন, ‘নেহা কাক্কারের এই কনসার্টের শুরু থেকেই ইতিবাচক ভাবনা নিয়ে পাশে ছিলেন সাংবাদিক ভাইয়রা। তারা এর প্রচার ও প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আগামীতেও আমরা আরো অনেক সফল আয়োজনের জন্য মিলিত হবো।’আফ্রিদ হাসান আরো বলেন, ‘সরকারের বিভিন্ন মহলে এই কনসার্ট প্রশংসিত হয়েছে। এর আগে বেশ কিছু কনসার্ট হবার কথা থাকলেও সেগুলো নানা কারণে বন্ধ করে দেয়া হয়েছিলো। একটি ব্যান্ড দল বাংলাদেশে এসেও শো না করে ফেরত গিয়েছিলো। তাই অনেকেই নেহা কাক্কারের অনুষ্ঠানটি নিয়ে ধোঁয়াশায় ছিলেন। কিন্তু আমরা সবকিছু শৃঙ্খলার সাথে গুছিয়ে এনেছি। সব নিয়মের প্রতি শ্রদ্ধাশীলও ছিলাম। তাই কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সফল হয়েছে নেহা কাক্কারের লাইভ শোটি। নেহা নিজেও আয়োজনের প্রতি মুগ্ধতা জানিয়ে গেছেন।’প্রসঙ্গত, গেল ৩০ সেপ্টেম্বর বসুন্ধরার নবরাত্রী হলে অনুষ্ঠিত হয় নেহা কাক্কারের কনসার্টটি। নেহা মঞ্চে আসেন রাত পৌনে ৯টায়। তার আগে বাংলা গানে মঞ্চ মাতান পাওয়ার ভয়েসের শিল্পী জয়, মৌসুমী ও শফি মন্ডল। আর ইংরেজি গান পরিবেশন করেন কণ্ঠতারকা আনিকা। এলএ/এবিএস

Advertisement