সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে পা রাখলো ইংলিশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছায় তারা। কঠোর নিরাপত্তায় বরণ করা হয় সফরকারী দলকে। এখানকার নিরাপত্তা পরিকল্পনা দেখে খুশি ইংলিশ ক্রিকেটাররা।ইংল্যান্ড দলে প্রথমবারের মতো ডাক পাওয়া বেন ডাকেট যেমন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘তারা (বাংলাদেশের নিরাপত্তা বাহিনী) রাস্তা ফাঁকা রেখেছে। আমাদের টিম বাসের সঙ্গে অনেক (নিরাপত্তা বাহিনীর) গাড়ি ছিল। রাস্তা রাখা হয়েছে যানজটমুক্ত। সেখানে লোকজন থামিয়ে দেয়া হয়েছে।’ তিনি আরো যোগ করেন, ‘এটা আমার কাছে আলাদাই মনে হয়েছে। কারণ এমন অভিজ্ঞতা আগে কখনো ছিল না। কিছু বিষয় পর্দার আড়ালেই থাকে! আমি এটা (বাংলাদেশের নিরাপত্তা) নিয়ে উদ্বিগ্ন নই। জাতীয় দলের হয়ে মাঠে নামার জন্য তর সইছে না।’নিরাপত্তা দলের ওপর অগাধ বিশ্বাস আছে ডাকেটের। তিনি ভাবতে শুধু ক্রিকেট নিয়ে। মাঠের বাইরের বিষয় দেখভাল করবে নিরাপত্তা দল। ইংল্যান্ডের তরুণ এই ব্যাটসম্যানের ভাষায়, ‘আমার কাছে কয়েকবার ফোন করেছিলেন রেগ ডাকসন (ইংল্যান্ডের নিরাপত্তা বিশেষজ্ঞ)। আমাকে এ বিষয়ে (নিরাপত্তা) কোনো প্রশ্ন তিনি করেননি। আপনি তাদের ওপর অগাধ বিশ্বাস রাখতেই পারেন, যারা পর্দার অন্তরালে (নিরাপত্তা বিশেষজ্ঞ দল) কাজ করছেন। ব্যক্তিগতভাবে আমি ক্রিকেট নিয়ে ভাবতে চাই। আর নিরাপত্তার ভাবনাটা তারাই (নিরাপত্তা বিশেষজ্ঞ দল) ভাববেন।’প্রসঙ্গত, গুলশান এবং শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনার কারণে বাংলাদেশে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কা তৈরি হয়েছিল। ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে কি আসবে না, তা নিয়েও তৈরি হয়েছিল নানা শঙ্কার দোলাচল। অবশেষে ইংল্যান্ড তাদের নিরাপত্তা প্রতিনিধি দল পাঠিয়ে নিশ্চিত হয়, তাদের ক্রিকেটারদের জন্য নেয়া বাংলাদেশে কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা।এনইউ/আরআইপি
Advertisement