অর্থনীতি

সূচক পতনে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ঘণ্টায়  দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) প্রধান মুল্যসূচক কমেছে ২৬ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স কমেছে ৩০ পয়েন্ট।ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬ পয়েন্ট কমে চার হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে। লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের এর মধ্যে ৪১টির দাম বেড়েছে, কমেছে ১৫৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৬৪৮ পয়েন্টে। সিএসইতে মোট ১০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ৭০ টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২ কোটি ৫৭ লাখ টাকার।এসআই/এআরএস/এমএস

Advertisement