আন্তর্জাতিক

সিরিয়ায় জঙ্গিদের মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র : রাশিয়া

সিরিয়া সংঘাতে রাশিয়ার হস্তক্ষেপের কারণেই সাধারণ বিদ্রোহীদের মধ্যে জঙ্গি প্রবণতা আরও বেড়ে গেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ অস্বীকার করে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র জঙ্গিদের সরাসরি সমর্থন ও সহায়তা করছে। খবর বিবিসির। এদিকে, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মার্ক টোনার বলেন, রাশিয়া এবং সিরীয় বাহিনীর হামলায় দেশটিতে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। যা রীতিমত বিভ্রান্তিকর। যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, সিরিয়া সংঘাতে যুক্তরাষ্ট্র হয়তো রাশিয়াকে আর সহায়তা করবে না। রুশ পররাষ্ট্র মন্ত্রী সেরজেই লাভরভ বলেছেন, বাশার সরকারকে হটাতে যুক্তরাষ্ট্র আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টক এবং অন্যান্য গোষ্ঠীগুলোকে যুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিহাদি সংগঠনগুলো থেকে সাধারণ বিদ্রোহীদের আলাদা করার প্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ তুলেছেন তিনি।টিটিএন/এবিএস

Advertisement