চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে ১ নম্বর বয়ার কাছ থেকে একটি ট্রলারসহ ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৮৩ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নৌ-বাহিনীর মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে।নৌবাহিনী সূত্র জানায়, রাত আড়াইটার দিকে নৌবাহিনীর একটি টহল দল ১ নম্বর বয়া এলাকায় একটি ট্রলারকে থামার সংকেত দেয়। এরপর ট্রলারটি থামিয়ে আরোহীরা পালিয়ে যায়।পরে ট্রলারে তল্লাশি চালিয়ে একটি বস্তায় ১৫ লাখ ইয়াবা পাওয়া যায়।সূত্র জানায়, এটি বাংলাদেশের ইতিহাসে ইয়াবার সর্ববৃহৎ চালান। মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা চালানটি বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর এটি সমুদ্র পথে চট্টগ্রাম শহরের বহির্নোঙর এলাকায় আনা হয়। সেখান থেকে এসব ইয়াবা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।বিএ/এমএস
Advertisement