আন্তর্জাতিক

নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তানের গোলাগুলি

নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারত এবং পাক সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। নিয়ন্ত্রণ রেখার ভিমবার সেক্টরে শনিবার সকালে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।ওই বিবৃতিতে বলা হয় ভারত প্রথমে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি শুরু করলে তাদের জবাব দিতেই পাল্টা গুলি ছোড়ে পাকিস্তানি সেনারা। শনিবার ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত গোলাগুলি হয়েছে।এর আগে বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার ভিমবার, কেল এবং লিপা সেক্টরে সার্জিক্যাল স্ট্রাইক চালালে দুই পাক সেনা নিহত হন। আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিয়ন্ত্রণ রেখার ভিমবার, হট স্প্রিং, কেল এবং লিপা সেক্টরে বৃহস্পতিবার ছয় ঘণ্টা গোলাগুলি চালানো হয়। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারত এলওসিতে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো সার্জিক্যাল স্ট্রাইক চালায়নি ভারত। ২০০৩ সালে পরমাণু শক্তিধর দেশ দু’টি শান্তিচুক্তি ঘোষণা করেছে। এলওসিতে শান্তি বজায় রাখতেই ওই চুক্তি করা হয়েছিল। কিন্তু দু’দেশই এখন সেই চুক্তি লঙ্ঘন করছে। টিটিএন/এবিএস

Advertisement