বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের অনেক কাছে পৌঁছেও হেরে গেছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় তারা। তবে শক্তি ও সাফল্যের বিচারে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে আছে আফগানরা। তা সত্ত্বেও দারুণ এ জয়কে কোন অঘটন মনে করছেন না বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এমনকি সিরিজ জিতলেও যোগ্য দল হিসেবেই জিতবেন বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক।শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আফগানিস্তান সিরিজ জিতলে প্রথমতো মনে করবো যোগ্য দল হিসেবেই জিতেছে। এর আগে আমরা যখন বড় দলগুলোর বিপক্ষে জিতেছি তখন বড় দলগুলো এটাকে অঘটন বলতো। সেটা আমাদের যদি খারাপ লেগে থাকে তাহলে তাদেরও খারাপ লাগার কথা। আমি ব্যক্তিগত ভাবে বলবো এটা অঘটন নয়।’চলতি বছরে টানা ক্রিকেট খেলে চলেছে আফগানিস্তান। অপরদিকে উল্টো পথে বাংলাদেশ। চলতি বছরে আফগানদের বিপক্ষে এটাই প্রথম সিরিজ। দীর্ঘ বিরতির পর জয় পাওয়া সহজ হবে না জানতেন মাশরাফি। সেরা ক্রিকেট না খেলতে পারার মাশুল গুন্তে হয়েছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।‘গত এক বছর ধরে আফগানিস্তান ভালো ক্রিকেট খেলছে; আর আমরা খেলার বাইরে। প্রথম ম্যাচেই বিষয়টা পুরো স্পষ্ট হয়েছে। দ্বিতীয় ম্যাচে আমাদের ব্যাটিং অর্ডার ভেঙ্গে পড়েছে। ম্যাচটা সহজ হবে এটা আমরা প্রত্যাশা করছি না। শেষ ম্যাচে ভালো রিকোভারি করেও শেষ করতে পারিনি। আমরা আসলে আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি।’তবে পরের ম্যাচেই নিজেদের স্বাভাবিক খেলায় ফিরে আসবে বাংলাদেশ, এমনটা প্রত্যাশা করছেন মাশরাফি, ‘আমাদের খেলার মধ্যে খারাপ দিন গিয়েছে। এমন না যে আমরা আফগানিস্তানকে ছোট করছি। খারাপ দিনটা নিয়ে ভেবে আবার মাঠে নামলে মেন্টালি ও মোরালি আমাদের আরও ডিস্টার্ব হতে পারে। এমন কিছু না ভেবে আমরা গত এক-দেড় বছর যেটা ভেবেছি, যেভাবে ইতিবাচক ক্রিকেট খেলেছি সেভাবেই ক্রিকেট চেষ্টা করছি। যদি আফগানিস্তান আমাদের থেকে বেটার খেলে অবশ্যই ওটা তাদের দিন হতে পারে।’গত বছর থেকেই ভালো ক্রিকেট খেলে চলেছে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে দুই সিরিজেই জয় পায় তারা। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর আয়ারল্যান্ড সফরে গিয়ে ড্র করে তারা। তাই তাদের বিপক্ষে হারকে কোনভাবেই অঘটন ভাবছেন না ম্যাশ, ‘আফগানিস্তান শেষ এক বছর যেখানেই খেলেছে সেখানে তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করেছে। এবং সব জায়গায় ওভারঅল ভালো খেলেছে। এখানে যোগ্য দল হিসেবে একটা ম্যাচ তারা জিতেছে।’আরটি/এমআর/পিআর
Advertisement