ধর্ম

গোনাহ থেকে ক্ষমা লাভের ছোট্ট আমল

আল্লাহ তাআলা বান্দাকে তাঁর সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এ নামের জিকিরের আমল ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে   (اَلْغَفَّارُ) ‘আল-গাফ্‌ফারু’ একটি। যার অর্থ হলো ‘বান্দার পাপসমূহ ক্ষমাকারী; দোষ ত্রুটি আবৃতকারী।’সংক্ষেপে এ গুণবাচক নাম   (اَلْغَفَّارُ) ‘আল-গাফ্‌ফারু’এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-উচ্চারণ : ‘আল-গাফ্‌ফারু’অর্থ : বান্দার পাপসমূহ ক্ষমাকারী বা দোষ-ত্রুটি আবৃতকারী।ফজিলত>> যে ব্যক্তি জুমআর নামাজের পর ১০০ বার আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক   (اَلْغَفَّارُ) ‘আল-গাফ্‌ফারু’ নামাজের জিকির করবে; আল্লাহ তাআলা তাঁর গোনাহ মাফ করবেন এবং অভাব দূর করবেন।>> যে ব্যক্তি এ পবিত্র গুণবাচক   (اَلْغَفَّارُ) ‘আল-গাফ্‌ফারু’ নামটি জুমআর নামাজের পর ১০০ বার পড়বে; আল্লাহ তাআলা তাঁর গোনাহ ক্ষমা করবেন এবং (দুনিয়ার) যাবতীয় অভাব দূর করবেন এবং সুখ-শান্তি দান করবেন।আর বান্দার গোনাহ মাফে নিম্নোক্ত দোয়াটিও পড়া যায়-উচ্চারণ : ইয়া গাফ্‌ফারু ইগফির লি জুনুবি।’ অর্থ : হে অপরাধ ক্ষমাকারী!আমার অপরাধ ক্ষমা করুন।পরিশেষে...মুসলিম উম্মাহর উচিত আল্লাহ তাআলার নিকট ক্ষমা লাভে বেশি বেশি এ গুণবাচক নামের জিকির করা। শেষ রাতে তাওবা করা। আল্লাহ তাআলা সবাইকে এ পবিত্র নাম  (اَلْغَفَّارُ) ‘আল-গাফ্‌ফারু’-এর আমল করার তাওফিক দান করুন। ক্ষমা লাভকারীদের দলে অন্তর্ভূক্ত করুন। আমিন।এমএমএস/এবিএস

Advertisement