রাজনীতি

সরকার গণমাধ্যমকে খাঁচায় বন্দি করতে চাচ্ছে : বিএনপি

গণমাধ্যমকে সরকারি খাঁচায় বন্দির পাঁয়তারা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।রিজভী বলেন, সংবাদপত্র, সংবাদ সংস্থা, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন, রেডিওসহ গণমাধ্যমের সকল শাখাকে জবাবদিহিতা ও দায়বদ্ধতার আওতায় আনার জন্য সরকার বেশকিছু আইন ও নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। টেলিভিশন বন্ধেও নাকি আইন হচ্ছে। আমরা মনে করি বিভিন্ন আইন-নীতিমালা করে গোটা গণমাধ্যমকে তারা সরকারি খাঁচায় পুরতে চাচ্ছে।তিনি বলেন, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি ঘটানো হয়েছে। সংবিধানে কালো আইন সংযোজনের মাধ্যমে তারা জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে শেখ হাসিনা দেশে দ্বিতীয় বাকশালী রাজত্ব কায়েম করেছেন।রিজভী আরও বলেন, এরকম সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে রাষ্ট্রের প্রাণশক্তি বলে আর কিছুই থাকবে না। এদের একমাত্র প্রতিশোধক হচ্ছে- ব্যাপক গণ আন্দোলনে তাদের উৎখাত করা। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি।সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, আবদুল লতিফ জনি, এ বি এম মোশাররফ হোসেন, বেলাল আহমেদ, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement