তোবার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাসের দাবি নিয়ে গণতান্ত্রিক বাম-মোর্চার নেতাদের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এতে এক কর্মী আহত হয়েছেন।বাধা পেয়ে বিক্ষোভ সমাবেশে শ্রমিকদের দাবি না মানলে আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বাম-মোর্চার নেতারা। এর অংশ হিসেবে তোবার শ্রমিকদের মঙ্গলবারের বিজিএমইএ ভবন ঘেরাওয়ে সংহতি প্রকাশসহ সারাদেশে প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছেন তারা।পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে সোমবার বেলায় ১১টায় তোবার শ্রমিকদের বেতন-ভাতার দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সচিবালয় ঘেরাও করতে যান বাম-মোর্চার নেতারা। তবে একটু পরই তাদের থামিয়ে দেয় পুলিশ।পুলিশি বাধার পরে তারা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে। এতে নেতারা অভিযোগ করেন, শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা ও বিভেদ সৃষ্টির জন্য সরকারের মন্ত্রী ও এমপিরা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন।সমাবেশে বক্তারা বলেন, তোবা গ্রুপের শ্রমিকদের নিয়ে সরকার ও মালিক পক্ষ তামাশা করছে। শিগগিরই শ্রমিকদের পাওনাদি পরিশোধের মাধ্যমে তাই তামাশা বন্ধ করতে হবে। এটা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।শুভাংশু চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে সায়ফুল হক, আব্দুস সাত্তার, হামিদুল হকসহ বোম-মোর্চার নেতারা উপস্থিত ছিলেন।
Advertisement