একটি ড্রোনের কারণে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট ওঠা-নামা আধা ঘণ্টা বন্ধ রাখতে হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, বিমানবন্দর এলাকায় অননুমোদিত একটি একটি ড্রোন উড়ন্ত অবস্থায় দেখা যাওয়ার পর ওই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে গণ্য করা হয়। এরআগে গেল বছরের জুলাইয়েও একই কারণে এ বিমানবন্দর থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। বছর খানেকের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তিতে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আরব আমিতার কতৃপক্ষকে। এনএফ/আরআইপি
Advertisement