খেলাধুলা

তিনটি রেটিং পয়েন্টও হারালো বাংলাদেশ

আফগানদের কাছে দুই উইকেটের এই হারে যে কত বড় মূল্য বাংলাদেশকে দিতে হলো, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মাশরাফিরা। আইসিসির সহযোগী এই দেশটির কাছে পরাজয়ের ফলে তিনটি মহাগুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারালো বাংলাদেশ। ৯৮ রেটিং পয়েন্ট থেকে এক লাফে নেমে এলো বাংলাদেশ ৯৫-এ।এবার শুধু রেটিং পয়েন্ট হারানোই নয়, র‌্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে যাওয়ারও শঙ্কা দেখা দিয়েছে টিম বাংলাদেশের। কারণ, ১ অক্টোবর আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটিও যদি হেরে যায় টাইগাররা, তাহলে তাদের রেটিং পয়েন্ট হয়ে যাবে ৯১। তাতে র‌্যাংকিংয়ে নেমে যাবে আট নম্বরে। কারণ, ৯৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচটিতে বাংলাদেশ জিতলে লাভ এটুকু হবে যে, পয়েন্ট হারাতে হলো না, র‌্যাংকিংয়েও নিচে নামতে হলো না। তবে ওই ম্যাচ জিতলে রেটিং পয়েন্ট কিন্তু বাংলাদেশের আর বাড়বে না।প্রায় ১০ মাস পর ওয়ানডে ক্রিকেট খেলতে নেমে আফগানিস্তানের বিপক্ষে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ২৬৫ রান করেও কোনোমতে ৭ রানে জয় পেয়েছে টাইগাররা। যদিও দ্বিতীয় ম্যাচ জয়ের পর আফগানদের দাবি, ওই ম্যাচটাও আমরা জিততে পারতাম। নিজেদের ছোট্ট দুটি ভুলের কারণেই এই জয়টা পেলাম না। দ্বিতীয় ম্যাচেও একই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। এবার আর বাংলাদেশ পার পেলো না। হেরে গেলো দুই উইকেটে। আফগানরা যে সেরা দল হিসেবেই জিতেছে তা ম্যাচের দিতে তাকালেই বোঝা যায়।আফগানদের বিপক্ষে রেটিং পয়েন্ট ধরে রাখার জন্য হলেও জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ, আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হলে ২০১৭ সলের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাংকিংয়ে সেরা আটের মধ্যেই থাকতে হবে। অন্যথা হলেই খেলতে হবে বাছাই পর্ব। সরাসরি খেলতে হলে র‌্যাংকিংয়ে যেভাবেই হোক আটের মধ্যে থাকতে হবে। বাংলাদেশের সামনে চলতি সিরিজের পর বাকি রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। এরপর নিউজিল্যান্ড সফর। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সব মিলিয়ে বাংলাদেশের ব্যস্ত সূচি।আইএইচএস/বিএ

Advertisement