খেলাধুলা

মিরপুরে সাকিবের অন্যরকম সেঞ্চুরি

আগের ম্যাচেই এক অনন্য মাইলফলকে পৌঁছেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন সংস্করণের ক্রিকেটেই বাংলাদেশের পক্ষে সর্বাধিক উইকেট শিকারি এখন তিনি। দ্বিতীয় ম্যাচে আরো একটি মাইলফলকে পৌঁছালেন এ অলরাউন্ডার। একটি নির্দিষ্ট ভেন্যুতে শততম উইকেটের দেখা পেলেন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১০০টি উইকেট পেলেন বাংলাদেশের সহ-অধিনায়ক।বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট পাঁচ স্পেলে বোলিং করেন সাকিব। দিনের শুরুতেই জ্বলে ওঠেন তিনি। নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন দুটি উইকেট। নওরোজ মঙ্গলকে তাইজুলের তালুবন্দি করার দুই বল পরেই রহমত শাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন।এরপর দ্বিতীয় স্পেলে কোনো উইকেট না পেলেও তৃতীয় স্পেলে এসে কাঙ্ক্ষিত উইকেটটি এনে দেন সাকিব। আফগানিস্তানের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে তাসকিনের ক্যাচে পরিণত করেন তিনি।এরপর ৩৪তম ওভারে চতুর্থ স্পেলে বোলিং করতে আসেন সাকিব। এ স্পেলে ৯ রান দেন তিনি। এরপর ৪৫তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন। রশিদ খানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে মিরপুরে নিজের শততম উইকেটটি তুলে নেন।ক্যারিয়ারে ১৫৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব। ৩৫.২৮ গড়ে ২১২টি উইকেট পেয়েছেন এ বাঁহাতি।আরটি/আইএইচএস/বিএ

Advertisement