বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অনন্য এক কীর্তি গড়লেন আফগানিস্তানের তারকা স্পিনার মোহাম্মদ নবী। আফগান জাতীয় দলের হয়ে সবচেয়ে মিতব্যয়ী বোলারের রেকর্ডটি নিজের দখলে নিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ১০ ওভার বল করেছেন, আর দিয়েছেন মাত্র ১৬ রান। যা আফগান কোনো বোলারের পক্ষে সবচেয়ে কম রান দেয়ার নজির। এর আগে ২০১৩ সালে কেনিয়ার বিপক্ষে ১০ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন হামিদ হাসান। একই প্রতিপক্ষের সঙ্গে ১০ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট পকেটে পুরেছিলেন আমির হামজা হোতাক।মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টসে হেরে আগে ব্যাট করতে মেনে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এই সুযোগে টাইগারদের চেপে ধরেন মোহাম্মদ নবীও। ১০ ওভার হাত ঘুরিয়ে ৩ টি মেডেন ওভার করেছেন। সর্বসাকুল্যে ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে মূল্যবান দুটি উইকেট লাভ করেছেন নবী। যার রানরেট ১.৬০, দুইয়েরও নিচে! মোহাম্মদ নবী এতো ‘কৃপণ’!এনইউ/এবিএস
Advertisement