বিনোদন

প্রেম কি বুঝিনি ছবির মুক্তি অনিশ্চিত!

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেম কি বুঝিনি’ ছবিটি আগামী ৭ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা। তবে সেটি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ ছবিটি যৌথ প্রযোজনার নিয়ম মেনে তৈরি হয়নি বলে অভিযোগ উঠেছে। তাই আপাতত ছবিটিকে ছাড়পত্র না দিতে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডকে অনুরোধ করেছে তথ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট বিভাগ। জানা গেছে, খুলনা থেকে আনসার উদ্দিন মোল্লা নামের এক ব্যক্তি তথ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠান। এ চিঠিতে তিনি অভিযোগ উল্লেখ করেন, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মাণ করেছে ‘প্রেম কি বুঝিনি’। কিন্তু যৌথ প্রযোজনার নিয়ম মেনে ছবিটি নির্মাণ করা হয়নি। তথ্য মন্ত্রণালয় চিঠিটি রিসিভ করেছে এবং বিষয়টি বিবেচনায় এনেছে। পাশাপাশি বেশ কিছু পত্রিকায় ‘প্রেম কি বুঝিনি’ যৌথ প্রযোজনার নিয়ম মানেনি বলে সংবাদ প্রকাশ হয়। সেখানে বলা হয়, এই ছবিটি কলকাতার এসকে মুভিজের একক প্রযোজনায় নির্মিত হয়েছে। এর বেশিরভাগ শিল্পীও কলকাতার। গল্প, প্রেক্ষাপট, সংস্কৃতি- সবকিুছই কলকাতার। কিন্তু কৌশলে এটিকে যৌথ প্রযোজনা বলে আদতে ভারতীয় ছবির অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। এইসব সংবাদের ভিত্তিতে নড়েচড়ে বসেছে তথ্য মন্ত্রণালয়। তারা এ ছবিটিকে ছাড়পত্র দেয়ার আগে অভিযোগগুলো সম্পর্কে খতিয়ে দেখবে বলে সেন্সর বোর্ডকে জানিয়েছে। তাই গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সেন্সরে বোর্ডে ছবিটি প্রদর্শনীর কথা থাকলেও শেষপর্যন্ত সেটি স্থগিত করা হয়।  শুধু তাই নয়- খোঁজ নিয়ে জানা গেছে, সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হওয়ার আগে যৌথ প্রযোজনার ছবি বাছাই কমিটিতে প্রথমে ছবি দেখা হয়। সেখান থেকে গ্রিন সিগন্যাল মিললে তবেই সেটি সেন্সরে আসে। যৌথ প্রযোজনার ছবি বাছাইয়ের সেই কমিটির এক সদস্য নাম প্রকাশ না করে ‘প্রেম কি বুঝিনি’  বলেন, ‘ছবিটি আমরা দেখেছি এবং হতাশ হয়েছি। ‘প্রেম কি বুঝিনি’ ছবিটি নিয়ে প্রথম থেকেই অভিযোগ ছিলো যৌথ প্রযোজনার নিয়ম ভাঙার। তাই একটু বেশিই সতর্ক থেকে দেখেছিলাম। দেখার পর সবাই অবাক হয়েছি। এটাকে কোনোভাবেই বাংলাদেশের বা যৌথ প্রযোজনার মনে হয়নি। এখানে কিছু জটিলতা রয়েছে।’এদিকে ছবিটি আগামী ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে কি না এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সেক্রেটারি জালালউদ্দিন মুন্সি জাগো নিউজকে বলেন, ‘প্রেম কি বুঝিনি’ ছবির নির্মাণ কাজ শেষ করে গত ২২ সেপ্টেম্বর সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শনের কথা ছিল। কিন্তু তথ্য মন্ত্রণালয় হঠাৎ এটির প্রদর্শন করতে নিষেধ করে চিঠি দেয়। তারপর সেটি স্থগিত করা হয়েছে।’ছবিটি কবে নাগাদ দেখা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলা মুশকিল। আজ (বুধবার) এবং আগামী দুইদিনেও সেন্সর বোর্ডের শিডিউলে ‘প্রেম কি বুঝিনি’ ছবির নাম নেই। আসলে ছবিটির বিষয়ে যে অভিযোগ উঠেছে তথ্য মন্ত্রণালয় সেটি খতিয়ে দেখছে। সবকিছু যাছাই বাছাই করে তবেই আমাদের নতুন সিদ্ধান্ত জানানো হবে। তখন আমরা বলতে পারবো কবে নাগাদ ‘প্রেম কি বুঝিনি’ ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে। আর স্বাভাবিকভাবেই ছবিটি কবে মুক্তি পাচ্ছে এ বিষয়েও কিছু বলতে পারছি না। ৭ অক্টোবর হতেও পারে, আবার কোনোদিনই হয়তো মুক্তি পাবে না এমনটাও হতে পারে।’এ বিষয়ে জানতে চাইলে জাজ মাল্টিমিডিয়ার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।প্রসঙ্গত, ‘প্রেম কি বুঝিনি’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওম এবং শুভশ্রী। তারা দুজনই কলকাতার শিল্পী। জুটি বেঁধে এই দুই তারকা প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন আসছে দুর্গাপূজা উপলক্ষে। তবে ঢাকায় তাদের অভিষেক হওয়াটা এখন সত্যি অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। এখন কেবল দেখার পালা, সব খোঁজ খবর করে কবে তথ্য মন্ত্রণালয় ছবিটি সম্পর্কে কী সিদ্ধান্ত দেয়!এনই/এলএ/এবিএস

Advertisement