আন্তর্জাতিক ক্রিকেটে এর আগেও খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তিনি। আজই প্রথম ওয়ানডেতে মাঠে নামলেন। ওয়ানডে অভিষেকেই দারুণ উজ্জ্বল মোসাদ্দেক। ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করেছেন তিনি।আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বোলিং তোপে পড়েন তামিম-সৌম্য-সাকিবরা। দলীয় ১৩৮ রানের মাথায় যখন সাকিব আল হাসান সাজঘরে ফেরেন, তখন সপ্তম ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন মোসাদ্দেক। টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের দিনে একে একে সাজঘরে ফিরছিলেন তামিম-সৌম্য-সাকিব-মুশফিকরা। আফগান বোলারদের বোলিং তোপে যখন বাংলাদেশের বাঘা বাঘা ব্যাটসম্যানরা কুপোকাত হচ্ছিলেন, ঠিক তখনই জ্বলে ওঠেন মোসাদ্দেক। শেষ দিকে ম্যাচের হাল ধরেন ২০ বছর বয়সী মোসাদ্দেক। ব্যাট হাতে ৪৫ রানের মহামূল্যবান এক ইনিংস খেলেন তিনি। তার ৪৫ বলের ইনিংসটি ছিল চারটি চার ও দুটি ছক্কায়সমৃদ্ধ। মোসাদ্দেকের গুরুত্বপূর্ণ এই ইনিংসের কল্যাণে সবকটি উইকেট হারিয়ে ২০৮ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।এনইউ/আরআইপি
Advertisement