খেলাধুলা

অবশেষে মোসাদ্দেকের অভিষেক

গত নভেম্বরে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা মোসাদ্দেক হোসেন সৈকতের। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের চেয়ে তিনি অনেক বেশি সাবলীল বড় দীর্ঘের ক্রিকেটে। কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে নিজের ইচ্ছার কথা প্রকাশও করেছিলেন এ নবীন। তবে তার ইচ্ছা পূরণ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এসে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ১১৯তম খেলোয়াড় হিসেবে অভিষেক হলো এ তরুণ তুর্কির।আগের ম্যাচে ৩৭ রান করেছিলেন ইমরুল কায়েস। তবে ব্যাটিংয়ে খুব একটা সাবলিল ছিলেন না এ টপ অর্ডার। স্বপ্লতম রানের মধ্যেও জীবন পেয়েছেন দু’বার। অপরদিকে ওই ম্যাচে আরও একজন বোলারের অভাব ফুটে উঠেছিল প্রকটভাবে। তাই দ্বিতীয় ওয়ানডেতে এসে একজন অলরাউন্ডারকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। সুতরাং, ইমরুলের পরিবর্তে দলে জায়গা পেয়ে গেলেন জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা সৈকত।গত বছর থেকেই ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলছেন মোসাদ্দেক। গত জাতীয় লিগে তিনটি ডাবল সেঞ্চুরি করার পর পরই আলোচনায় উঠে আসেন তিনি। এরপর বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে দারুণ পারফলম্যান্স করেন। তবে তার চেয়েও উজ্জল পারফরমার ছিলেন এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে। ১৬ ম্যাচে ১৪ ইনিংস ব্যাট হাতে সংগ্রহ করেছিলেণ ৬২২ রান। এছাড়াও তুলে নেন ১৫টি উইকেটও।আফগানিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স করেন মোসাদ্দেক। আফগানদের করা ২৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৬৭ রানে অলআউট হয়ে যায় বিসিবি একাদশ। সে ম্যাচে টাইগারদের হয়ে একাই লড়েছিলেন মোসাদ্দেক। ৭৬ রানের দারুণ ইনিংস খেলেই জাতীয় দলে অভিষেকের দরজায় কড়া নাড়ছিলেন এ অলরাউন্ডার।উল্লেখ্য, এখন পর্যন্ত ৩৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন মোসাদ্দেক। ৩৭ ইনিংস ব্যাটিং করে ৪৬.১০ গড়ে ৯টি হাফ সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরির সাহায্যে করেছেন ১২৯১।আরটি/আইএইচএস/এমএস

Advertisement