মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৭ রানে জয় পেয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। একই মাঠে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় সফরকারীদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে টাইগাররা। এ ম্যাচে জয় তুলে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন আফগান দলের অধিনায়ক আসগর স্টানিকজাই।প্রথম ম্যাচে একজন বোলারের অভাব ফুটে উঠেছিল প্রকটভাবে। তাই এ ম্যাচে একজন অলরাউন্ডারকে অন্তর্ভুক্ত করেছে মাশরাফিরা। অভিষেক হচ্ছে সম্ভাবনাময় তরুণ মোসাদ্দেক হোসেন সৈকতের। ইমরুল কায়েসের পরিবর্তে দলে ঢুকেছেন তিনি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সৈকত।সিরিজের প্রথম ওয়ানডেতে কষ্টার্জিত জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের সাবলীল খেলাটা খেলতে চায় বাংলাদেশ। তাই এ ম্যাচ নিয়েও দারুণ সতর্ক টাইগাররা।বাংলাদেশ একাদশমাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন তাসকিন।আরটি/এমআর/পিআর
Advertisement