খেলাধুলা

একাদশে পরিবর্তন আসছে বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে প্রায় হারতে হারতে ৭ রানের কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। আর এ জয় কষ্টার্জিত হলেও, বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে। এদিকে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে একটি পরিবর্তন আনতে যাচ্ছে মাশরাফি বাহিনী। গুঞ্জন শোনা যাচ্ছে ইমরুল কায়েসের জায়গায় আজ অভিষেক হতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতের।    প্রথম ওয়ানডেতে ইমরুল ভালো ব্যাট করলেও মূলত দলে একজন বোলার বাড়ানোর জন্যই দলে জায়গা পাচ্ছেন সৈকত। দল থেকে ইমরুল বাদ পড়লে তিন নম্বরে কে ব্যাট করবে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মাহমুদউল্লাহ অথবা সাব্বিরকে তিন নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যেতে পারে।  বাংলাদেশের সম্ভাব্য একাদশ :তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন।আরটি/এমআর/পিআর

Advertisement