ধোনি-মিসবাহদের লড়াই দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা যে কতটা উদগ্রীব তা আবার প্রমাণ পাওয়া গেল। বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ার মাত্র ২০ মিনিটেই তা শেষ হয়ে যায়। ক্রিকেট কেবলই একটি খেলা কথাটি হয়তো ভারত-পাকিস্তান ম্যাচে নামা ২২ ক্রিকেটারের জন্য পুরোপুরি প্রযোজ্য হবে না। তাদের জন্য খেলাটির অবস্থান ধর্মের পরই, বলা যায় এটা এক যুদ্ধও। ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেড ওভালে ভারত-পাক ম্যাচের দিকে চোখ থাকবে বিশ্বের ১৩০ কোটি ক্রিকেট অনুরাগীর। পাক-ভারত বিশ্বকাপ লড়াইয়ের ইতিহাসের সূচনা ১৯৯২-এ। সেবার পাকিস্তান চ্যাম্পিয়ন হলেও গ্রুপ পর্বে ভারতের কাছ হেরেছে তারা। এর পর ১৯৯৬,১৯৯৯,২০০৩ ও ২০১১ বিশ্বকাপেও চিরপ্রতিদ্বন্দ্বী দলটির কাছে হার মানে পাকিস্তান। বিশ্বকাপে তাদের লড়াইটা একপেশে হলেও তবু এর আবেদন একটুও কমেনি।এমআর/এমএস
Advertisement