আইন-আদালত

শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় সাক্ষী দিলেন তদন্ত কর্মকর্তা

গোপালগঞ্জে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় সাক্ষী দিলেন মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) মুন্সি আতিকুর রহমান। মঙ্গলবার ঢাকার ২ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এর আদালতে তিনি সাক্ষী দেন। তার সাক্ষী শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২ অক্টোবর দিন ধার্য করেন আদালত।মামলায় ৮৩ সাক্ষীর মধ্যে ৬৮ জন্য সাক্ষ্য গ্রহণ হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়- ২০০০ সালের ২২ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার সফর উপলক্ষে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে জনসভার প্যান্ডেল তৈরির প্রস্তুতিকালীন একটি শক্তিশালী বোমা দেখতে পাওয়া যায়।এ সময় সেনাবাহিনীর একটি দল ৭৬ কেজি একটি শক্তিশালি বোমা উর্দ্ধার করে। ২৩ জুলাই ৪০ কেজি ওজনের আরো একটি বোমা উদ্ধার করা হয়।এ ঘটনায় ঐ দিনই গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন একটি মামলা দায়ের করেন।২০০১ সালের ৮ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান গোপালগঞ্জ আদালতে মুফতি আব্দুল হান্নানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি ২০১০ সালে মামলাটি ঢাকার ২ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করা হয়।মামলার অপর আসামিরা হলেন- মো.মহিবুল্লাহ, মুন্সি ইব্রাহিম, মো. মাহমুদ আজহার, মো. রাশেদ ড্রাইভার, মো.শাহ নেওয়াজ, মো.ইউসুফ, মো. লোকমান, শেখ মো. এনামুল ও মো.মিজানুর রহমান।জেএ/এসএইচএস/আরআইপি

Advertisement