জাতীয়

বুধবার সকালে শহীদ মিনারে নেয়া হবে সৈয়দ শামসুল হকের মরদেহ

সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সৈয়দ শামসুল হকের মরদেহ আগামীকাল বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। এর আগে বেলা পৌনে ১১টায় তাঁর মরদেহ বাংলা একাডেমিতে নেয়া হবে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ কুড়িগ্রামে নেয়া হবে। কুড়িগ্রাম সরকারি কলেজের পেছনে তাঁর দেখিয়ে দেয়া জায়গাতেই দাফন করা হবে।সৈয়দ শামসুল হক আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।তাঁর মৃত্যুতে শিল্প ও সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।  এএসএস/আরএস/আরআইপি

Advertisement