বাংলাদেশের তরুণ প্রজন্ম নানা সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও আউটসোর্সিংয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তবে ইন্টারনেটের ধীরগতি ও উচ্চমূল্য, বিদ্যুতের সমস্যা, সামাজিক স্বীকৃতির অভাব প্রভৃতি কারণে তাদের প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হয়।অথচ ধারণা করা হচ্ছে, তথ্যপ্রযুক্তি খাত একসময় গার্মেন্ট খাতকেও ছাড়িয়ে যাবে। সম্প্রতি বাংলাদেশের দুই ফ্রিল্যান্সার এমরাজিনা ইসলাম ও শোয়েব মোহাম্মদ বিশ্বের দুই শতাধিক দেশে ব্যবসা পরিচালনাকারী আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান পেওনিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ পেয়েছেন।আমরা প্রত্যাশা করি, এ দেশের ফ্রিল্যান্সাররা যাতে তাদের উপার্জিত অর্থ সহজেই উত্তোলন করতে পারেন, এ ব্যাপারে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। কারণ বাধানিষেধের কারণে ফ্রিল্যান্সাররা টাকা উত্তোলনের ক্ষেত্রে জটিলতা ও হয়রানির শিকার হন। বাংলাদেশের আউটসোর্সিং খাতকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে এবং এর সুফল ছড়িয়ে দিতে হবে।লেখক: সহকারী ব্যবস্থাপক, সাধারণ বীমা করপোরেশন।এসইউ/এমএস
Advertisement