সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হককে দেখতে হাসপাতালে গিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন এই গুণীকে দেখতে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রতিনিধি দলে আরো ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম ও কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন । তারা সৈয়দ শামসুল হকের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং কবির সহধর্মিণী আনোয়ারা হকের সঙ্গে কথা বলেন। এ সময় বিশিষ্ট নাট্যকার রামেন্দু মজুমদার ও কবি তারিক সুজা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। সৈয়দ শামসুল হকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসাধীন এই খ্যাতনামা লেখকের অবস্থার অবনতি হওয়ায় সোমবার দুপুরে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে তিনি স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাড় ও যকৃতসহ লেখকের শরীরের বিভিন্ন স্থানে ক্যান্সার ছড়িয়ে পড়েছে।এইউএ/এমএমজেড/এমএস
Advertisement