আন্তর্জাতিক

পাকিস্তানের সামরিক প্যারেডে অতিথি চীনা প্রেসিডেন্ট

ছয় বছর পর পাকিস্তানের বার্ষিক সামরিক প্যারেড অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এতে প্রধান অতিথি হতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিন। ২৩ মার্চ ইসলামাবাদে এ সামরিক প্যারেড অনুষ্ঠিত হতে পারে। খবর পিটিআই।পাকিস্তানের সর্বশেষ সামরিক প্যারেড আয়োজন করা হয়েছিল ২০০৮ সালের ২৩ মার্চ। তখন প্রেসিডেন্ট ছিলেন জেনারেল পারভেজ মোশাররফ। এর পর ছয় বছর পেরিয়ে গেলেও নানা কারণে ওই প্যারেড আয়োজন করা হয়নি।এদিকে পাকিস্তানের সামরিক প্যারেডে অংশগ্রহণের খবর এমন সময় প্রকাশিত হলো যখন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী স্বষমা স্বরাজের বেইজিং সফরে রয়েছেন। প্রেসিডেন্ট ওবামার সফরের পর ভারত-মার্কিন সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় চীনের উদ্বেগ দূর করতেই সুষমা বেইজিং গেছেন। আগামী সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফর করতে পারেন।উল্লেখ্য, ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেডে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত ছিলেন। আসন্ন চীনা সামরিক প্যারেডে উপস্থিত থাকছেন রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন।এএইচ/আরআই

Advertisement