যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের প্রথম মুখোমুখি বিতর্কের প্রথম দিনে জয়ী হয়েছেন হিলারি। সিএনএন/ওআরসির এক জরিপে এ ফলাফল জানা গেছে।বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাতটার দিকে এই বিতর্ক শুরু হয়। ৯০ মিনিটের ওই বিতর্কে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন এনবিসি টিভির উপস্থাপক লেস্টর হল্ট। নিউইয়র্কের হেম্পস্টেড শহরের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের ওই বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ওই জরিপ অনুযায়ী, ৬২ শতাংশ মানুষ হিলারির প্রতি সমর্থন জানিয়েছেন। অপরদিকে, ট্রাম্পের পক্ষে সমর্থন জানিয়েছেন মাত্র ২৭ শতাংশ মানুষ। এই ফলাফল অনুযায়ী ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন হিলারি। তবে তারা আরো দু`টি বিতর্কে অংশ নেবেন। তাই এখনি চূড়ান্ত কোনো ফল জানা সম্ভব নয়। এজন্য আরো দু`টি বিতর্কের জন্য অপেক্ষা করতে হবে। সেগুলোর পরই বলা যাবে কে জয়ী, হিলারি নাকি ট্রাম্প?টিটিএন/পিআর
Advertisement