রাজনীতি

হান্নান শাহের মরদেহ আসবে বুধবার

সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের মরদেহ বুধবার দেশে আনা হবে।মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে তার ব্যক্তিগত সহকারী মো. শাজাহান শিরাজ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।তবে কখন কোন ফ্লাইটে হান্নার শাহের মরদেহ দেশে আনা হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, আজ বাদ এশা সিঙ্গাপুরের থেরাঙ্গর রোডের এঙ্গোলিয়া জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিটে সিঙ্গাপুরের র‌্যাফেল হার্ট সেন্টার নামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ইন্তেকাল করেন। এর আগে গত ৬ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় ৭৭ বছর বয়সী হান্নান শাহকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ভর্তি হওয়ার দুদিন পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে মনে করা হলেও ১০ সেপ্টেম্বর আবারো অবস্থার অবনতি ঘটে।এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানোর সুপারিশ করেন চিকিৎসকরা। গত ১১ সেপ্টেম্বর রাতে এয়ার অ্যাম্বুলেন্সে হান্নান শাহকে সিঙ্গাপুরে নেয়া হয়। ছোট ছেলে রিয়াজুল হান্নান ও একমাত্র মেয়ে শারমিন হান্নান সুমি তার সঙ্গে যান।এমএম/এনএফ/পিআর

Advertisement