জাতীয়

মেয়েদের পরীক্ষা : মালয়েশিয়ায় কোকোর স্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি এবং তার দুই মেয়ে জাফিয়া ও জাহিয়াকে নিয়ে বর্তমানে মালয়শিয়ায় অবস্থান করছেন। সোমবার দুপুরে মালয়েশিয়া এয়ারলাইন্সে করে তারা ঢাকা ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।সূত্র জানায়, খালেদা জিয়ার দুই নাতনী জাফিয়া ও জাহিয়ার পরীক্ষা থাকায় তারা মালয়েশিয়া ফিরে গেছেন। মালয়শিয়া যাওয়ার আগে সিঁথি তার দুই মেয়েকে নিয়ে আরাফাত রহমান কোকোর কবরে যান এবং কবর জিয়ারত করেন। এর আগে রোববার বিকালে সিঁথি তার দুই মেয়েকে নিয়ে বেগম খালেদা জিয়ার কাছ থেকে বিদায় নিয়ে তাঁর মায়ের বাসায় যান। সেখানে তারা রাত্রিযাপন করেন।প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। পরে গত ২৯ জানুয়ারি কোকোর কফিনের সঙ্গে তার স্ত্রী সিঁথি এবং দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া ঢাকায় আসেন।এএইচ/আরআই

Advertisement