মিয়ানমারে বৌদ্ধ ধর্ম অবমাননার অভিযোগে নেদারল্যান্ডসের এক পর্যটককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। অভিযোগে বলা হয়, ক্লাস হেইটেমা নামের ওই ডাচ পর্যটক মান্দালয় শহরে এক বৌদ্ধ ভিক্ষুর ধর্মীয় উপদেশমূলক বক্তৃতা চলতে থাকার সময় তার লাউড স্পিকারের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন।লাউড স্পিকারে ধর্মীয় বক্তৃতা রিলে করা হচ্ছিল। খবরে বলা হয়, বক্তৃতার শব্দে বিরক্ত হয়েই ক্লাস হেইটেমা এ কাজ করেন।দেশটির পুলিশ বলছে, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে। দন্ডিত হলে হেইটেমার দু`বছর পর্যন্ত জেল হতে পারে।এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে মান্দালয় শহরে যে হোটেলে হেইটেমা অবস্থান করছিলেন, তার সামনে শুক্রবার রাতে বিক্ষুব্ধ জনতার ভিড় জমে যায় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে। এর পর পুলিশ হেইটেমাকে গ্রেফতার করেছে। বিবিসি বাংলা।এসআইএস/পিআর
Advertisement