গণমাধ্যম

সুমনকে নির্যাতনকারী পুলিশ সদস্যদের বরখাস্ত দাবি

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা’র সদস্য ও ইংরেজি দৈনিক দ্য নিউ এজ’র সাংবাদিক নাজমুল হুদা সুমন সুমনের উপর বর্বোচিত পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনটির সভাপতি মুফদি আহমেদ ও সাধারণ সম্পাদক কেরামত উল­াহ বিপ্লব।মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ দাবি জানান। ১ ফেব্রুয়ারি বিকেলে কয়েকজন পুলিশ সদস্য বর্বোরোচিতভাবে পিটিয়ে নাজমুল ও তার এক সহপাঠীকে মারাত্বক আহত করে। নাজমুল হুদা সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওইদিন সন্ধ্যায় তিনি তার এক সহপাঠীসহ মোটরসাইকেলে ফকিরাপুল যাওয়ার পথে বিজয় নগর মোড়ে তাদের রমনা থানার এসআই মেহেদী হাসান আটকায়। ওই পুলিশ কর্মকর্তা তার অধীনস্ত কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সাংবাদিক নাজমুল ও তার সহপাঠীকে কোন কারণ ছাড়াই রাইফেলের বাট, বেল্ট দিয়ে আঘাত করে। রাস্তায় ফেলে বুট জুতা পায়ে সাংবাদিক নাজমুল ও তার বন্ধুকে লাথি মারতে থাকে। এরপর পুলিশের গাড়িতে তুলে পিটিয়ে তাদের মেরে ফেলার চেষ্টা করা হয়। পুলিশ সদস্যদের এমন নির্যাতনে সাংবাদিক নাজমুল এবং তার বন্ধু মারাত্বক জখম হন। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি। রমনা থানার ওই পুলিশ কর্মকর্তাসহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবরে অভিযোগ জমা দেয়া হয়েছে। এ নিয়ে খবর প্রকাশ হয়েছে, দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে। বিবৃতিতে আরডিজেএ’র সভাপতি ও সাধারণ সম্পাদক রমনা থানার অভিযুক্ত এসআই মেহেদী হাসান ও ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের চাকরি থেকে বরখাস্ত এবং হত্যা চেষ্টার বিচার দাবি করেছেন।এ বিষয়ে আইজিপি বরাবরে দাবিনামাও জমা দেয়া হয়েছে। খবর বিজ্ঞপ্তিরএমএএস/আরআইপি

Advertisement