আন্তর্জাতিক

টেক্সাসের শপিং মলে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ অনেক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে টেক্সাসের দক্ষিণ-পশ্চিম হাস্টনের শপিং মলে এ ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বেশ কয়েকজন আহতের খবর জানানো হচ্ছে।এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের ওয়েসল্যান ও বিশ্বনেট স্ট্রিটের পাশের শপিং মলে বন্দুকধারীর হামলায় আহত হয়েছে অনেকে। হামলায় গুলিবিদ্ধ এক দম্পতির অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে পুলিশ বলছে, সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে আহত হয়েছেন। তবে হামলাকারী নিহত হয়েছেন কিনা তা পরিষ্কার নয়।  ঘটনাস্থলে এক ডজনেরও বেশি পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স দেখা গেছে। হোস্টন ফায়ার সার্ভিসের মুখপাত্র জে ইভান এনবিসি নিউজকে বলেন, গোলাগুলির খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৫ ক্রু পাঠানো হয়েছে। এক প্রত্যক্ষদর্শী এবিসির কেটিআরকে টেলিভিশনকে বলেন, একে-৪৭ ও এআর-২৫ বন্দুক থেকে তিনি শতাধিক রাউন্ড গুলির শব্দ শুনেছেন। এসআইএস/পিআর

Advertisement