অর্থনীতি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টারস ফোরাম (ইআরএফ) সদস্যদের জন্য কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম।যৌথ উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্থনৈতিক রিপোর্টারদের নিয়ে ব্যাংকিং বিষয়ক দুই দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে মঙ্গরবার। এতে ইআরএফ এর সদস্যরা অংশ নিয়েছেন। গভর্নর ড. আতিউর রহমান প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর আধুনিক পেমেন্ট সিস্টেম, মোবাইল ব্যাংকিং, সবুজ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সিএসআর ও অন্যান্য জনহিতকর ব্যাংকিং ব্যাবস্থাপনা নিয়ে রিপোর্ট করতে সাংবাদিকদের উৎসাহিত করেন। একই সঙ্গে ব্যাংকিং ও আর্থিক বিষয়ে মনগড়া রিপোর্ট না করে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশে উভয় পক্ষকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে সবাইকে আহবান জানান।উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইআরএফের সভাপতি সুলতান মাহমুদ বাদল, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবীদ বিরূপাক্ষ পাল, গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ. এফ. এম. আসাদুজ্জামান, ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক এফ. এম. মোকাম্মেল হকসহ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা। এসএ/এএইচ/আরআই
Advertisement