প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে শুরু থেকেই দারুণ খেলছিলেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু দুর্ভাগ্যবশত ৬২ রানে শেষ হয় তার ইনিংস। চেষ্টা করলে হয়তো ইনিংসটিতে সেঞ্চুরির দিকে নিতে পারতেন তিনি। কিন্তু দলের রান বাড়ানোর কথা ভেবে আক্রমণাত্মকভাবে খেলতে গিয়েই আউট হয়েছেন বলে জানান এ ব্যাটসম্যান। সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মাহমুদউল্লাহ বলেন, ‘সত্যি বলতে কি আমি তখন সেঞ্চুরির কথা চিন্তা করছিলাম না। আমি শুধু চিন্তা করছিলাম যে উইকেটটা তখন খুবই ভালো আচরণ করছিল এবং বল ব্যাটে আসছিল। তাই শুধুই ভেবেছিলাম যতটা সম্ভব রান বাড়ানো যায়। কারণ শেষ পাওয়ার প্লে-টা ছিল। ৪০ ওভারের পর ওদের আরেকজন ফিল্ডার বাইরে যেত। তো আমি চিন্তা করছিলাম ৪৮তম ওভার পর্যন্ত যদি আমি থাকি, তাহলে আমি হয়তো বা বিগ শটে যাব। দুর্ভাগ্যজনকভাবে সেটা করতে পারিনি।’আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের বিপক্ষে বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে সাকিব-মাহমুদউল্লাহ উইকেটে থাকার পরও ২৬৫ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। শেষ দিকে বেশি আক্রমণাত্মক খেলতে গিয়ে তারা আউট হয়েছেন বলে মনে করেন মাহমুদউল্লাহ। পরের ম্যাচে আরো ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন টাইগার এ ব্যাটসম্যান। বলেন, ‘চেষ্টা ছিল আক্রমণাত্মক বা ইতিবাচক ক্রিকেট খেলার। কারণ তখন মোটামুটি সেট ছিলাম। তবে আরেকটু সতর্ক থাকলে হয়তো ভালো হতো। আমার আর সাকিবের জুটিটা ভালো হচ্ছিল। আরেকটু মনোযোগী থাকলে হয়তো আমরা যে ২০/২৫ রান কম ছিলাম, সেই জিনিসটা করতে পারতাম। ইনশাআল্লাহ পরের ম্যাচে সব ঠিক হবে।’ব্যাটিং অর্ডারে পজিশন নিয়ে খুব একটা চিন্তিত নন মাহমুদউল্লাহ। চার নম্বরে নেমে ভালো করছেন তিনি। আপাতত চারেই খেলতে চান এই ব্যাটসম্যান। তবে দলে যেখানে চাইবে, সেই পজিশনে নেমেই নিজের সেরাটা ঢেলে দেবেন। বলেন, ‘নির্ভর করে দলের ওপর, দল আমার কাছ থেকে কী চায়। তবে এই মুহুর্তে চার নম্বরে ব্যাট করছি এবং বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি। সবসময় চেষ্টা কররো এবং আমি সবসময় বিশ্বাস করি আমি একটা দলের খেলোয়াড় ও এই দলটা যেখানে চাইবে সেখানেই ভালো পারফর্ম করবো। তবে চার নম্বরেই এখন স্বাচ্ছন্দ্য বোধ করছি।’উল্লেখ্য, আগামী বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের ফলে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।আরটি/এনইউ/পিআর
Advertisement