একুশে বইমেলা

বইমেলায় অাসছে শেরিফের ‘শাহবাগের জনতা’

অমর একুশে বইমেলা-২০১৫ তে প্রকাশিত হচ্ছে গবেষক ও লেখক শেরিফ অাল সায়ারের গবেষণামূলক গ্রন্থ “শাহবাগের জনতা”। অাদর্শ প্রকাশনী থেকে প্রকাশিতব্য বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। শাহবাগ অান্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বইটি অাদর্শ প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। শেরিফ আল সায়ার জানান, বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে মানুষ অান্দোলন করেছে তাদের দাবি এবং ন্যায্য অধিকার অাদায়ে। বাংলাদেশে এসব গণঅান্দোলন নিয়ে পূর্ণ গবেষণা খুব কমই চোখে পড়ে। এই বিষয়গুলো ধীরে ধীরে গবেষণার অাওতায় নিয়ে এসে অজানা তথ্যের উন্মোচন করা উচিত। “শাহবাগের জনতা” গ্রন্থে শাহবাগ আন্দোলন নিয়ে শেরিফ আল সায়ারের সঙ্গে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, ব্লগার অারিফ জেবতিক এবং রাসেল পারভেজের কথপোকথনের নানা দিক তুলে ধরা হয়েছে। এপ্রসঙ্গে তিনি জানান, কথপোকথন থেকে পাঠকের অনেক অজানা প্রশ্নের উত্তর মেলবে। গণমানুষের যে দাবি থেকে শাহবাগ অান্দোলন গড়ে উঠেছিল সেই শাহবাগ অান্দোলনকে অন্তর দিয়ে বুঝতে পারবেন পাঠক। অাদর্শ থেকে শেরিফের একটি উপন্যাস “অভিশপ্ত” প্রকাশের কথাও রয়েছে। এছাড়াও ২০১২ সালে প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ “কয়েকটি অপেক্ষার গল্প” পাওয়া যাবে অাদর্শের স্টলে।এএ

Advertisement