পাকিস্তানের মিয়াওয়ালি জেলায় দেশটির বিমানবাহিনীর চালকবিহীন একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দেশটির ওই বিমানটি নিয়মিত অনুশীলনের সময় বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর ডনের। বিমানবাহিনীর ওই মুখপাত্র বলেন, মিয়াওয়ালিতে অনুশীলনের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তের কারণ জানতে একটি তদন্ত প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উত্তপ্ত কাশ্মির ইস্যুতে পাক-ভারত উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের হামলার হুমকির পর পাকিস্তানের উত্তরাঞ্চলে বিমান চলাচল বাতিল করা হয়েছে। এর মাঝেই চলতি সপ্তাহে দেশটিতে বিমানবাহিনীর দুটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো। শনিবার দেশটির খাইবার অ্যাজেন্সির জামরুদ তেহসিলে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট ওমর শাহজাদের প্রাণহানি ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছিল বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।এসআইএস/আরআইপি
Advertisement