লাইফস্টাইল

কোন মুখে কেমন গয়না

বিয়ে বাড়ি, অফিস কিংবা ভার্সিটি- সবজায়গাতেই টুকটাক গয়না আমরা সবাই পরে থাকি। কারো কারো নিত্য নতুন ধরনের গয়না কেনার শখও থাকে। তবে সখের বসে হোক আর পছন্দ থেকে আপনি যদি গয়না পড়তে পছন্দ করেন তবে তা মিলিয়ে নিন আপনার মুখের গড়নের সাথে। পোশাকের সাথে মানিয়ে গয়না পড়া যেমন জরুরি, তেমনই মুখের আদলের সাথেও মানিয়ে পরতে হবে। তাই চলুন জেনে নিই কোন মুখের সাথে মানাবে কেমন গয়না।গোল মুখ যাদের মুখের আকার গোলা, তারা লম্বা গলার হার বেছে নিন। যেমন সীতাহার। ঝাড়বাতির মতো দেখতে কানের দুল বেছে নিতে পারেন। তবে রাউন্ড শেপ কানের দুল পরবেন না, তা সে যতই হীরের হোক বা দামি পাথরের। হাতের চুড়ি বর্গাকার বা ডিম্বাকৃতি টাইপের পরতে পারেন।ডিম্বাকৃতি মুখ না গোলাকার, না লম্বা, যাঁদের মুখ এই ধরনের, মানে অনেকটা ডিমের মতো দেখতে, তাঁরা নানা রকম শেপের গয়না বেছে নিতে পারেন। গলার হারের ক্ষেত্রে লম্বা বা ছোটো যেকোনও ধরনই মানাবে। ড্যাংগলার টাইপের কানের দুল বেছে নিতে পারেন।চারকোণাযাদের মুখ চৌকো, তারা চোকার স্টাইলের নেকলেস বেছে নিন। লম্বা, খাটোয় মেশানো গলার হার, এই ধরনের মুখের শেপের সঙ্গে ভালো যায়। আজকাল বাজারে বোতামের তৈরি কানের দুল পাওয়া যাচ্ছে, ড্রেসের সঙ্গে মানিয়ে তা কিনে নিতে পারেন।হার্ট শেপ যাদের চিন বা থুতনি খুব সংকীর্ণ গোছের, তাঁরা ছোটো নেকলেস বেছে নিতে পারে। ড্যাংগলার বা টিয়ারড্রপ কানের দুল পরতে পারেন।এইচএন/এমএস

Advertisement