আন্তর্জাতিক

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। জাপানের কাতসুরা থেকে ১৪৩ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জাপান একটি ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রায়ই সেখানে ভূমিকম্প আঘাত হানে। বিশ্বে যত ভূমিকম্প হয় তার মধ্যে ২০ ভাগই আঘাত হানে জাপানে। জাপানে আঘাত হানা ভূমিকম্পগুলো সাধারণ ৬ বা তার চেয়ে বেশি মাত্রার হয়ে থাকে। এর আগে ২০১১ সালে জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পের কারণে দেশটিতে একটি বড় আকারের সুনামি আঘাত হেনেছিল। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।টিটিএন/আরআইপি

Advertisement