ফিচার

জীবন বদলে দেওয়া যত বই

জীবনকে জানতে চাই বই। কিন্তু সব বই জীবনকে বদলে দিতে পারে না। কিছু কিছু পারে। নতুন করে চেনা ও ভাবনার জগতে জোয়ার ডেকে আনতে পারে এমন কিছু হইচই ফেলে দেওয়া বইয়ের মলাট উল্টানো যাক এবার।দ্য কারেজ টু রাইটরালফ কিসের এই বইটি লেখালেখি করার সূচনা বা এর বিভিন্ন স্তরের লেখালেখির ব্যাপারে মজার এবং তথ্যবহুল একটা বই। ১৯৯৫ সালে বের হওয়া বইটি এখনো বিখ্যাত।তাওয়া অফ জিত কুন ড্যুবিখ্যাত মার্শাল আর্ট মাস্টার ব্রুস লি’র বলা বিভিন্ন কথা, উক্তি বা নোট থেকে একত্রিত করে প্রবন্ধ হিসেবে প্রকাশিত হয়েছিল। এইটি শুধু মার্শাল আর্টের বই নয়, এটি রীতিমতো একটি জীবনদর্শন।দ্য হলোগ্রাফিক ইউনিভার্সমাইকেল ট্যালবটের লেখা বইটি পদার্থবিদ্যা এবং স্প্যাকুলেটিভ বিজ্ঞান নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে।প্রেডিক্টেবল ইরেশনালনামেই পরিচয়। ড্যান আরয়েলির লেখা এই বইটি ২০১০ সালে বের হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার বই ছিল। বইটি মানুষের আচার-আচরণের নানান ধাঁচ এবং নিরীক্ষায় ঠাসা।কসমসকার্ল সেগ্যানের বইটির কথা কে না জানে। বইটি পড়লে জানা যাবে মহাজগতের ১৫ বিলিয়ন বছরের পরিবর্তনের ইতিহাস ও মহাজাগতিক ঘটনার বিশদ বর্ণনা। সূত্র: লিস্টভার্স ডটকমএসইউ/এমএস

Advertisement