আপনি খুব রোমান্টিকএক ভদ্রলোক জুয়েলারি দোকানে গিয়ে প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য সবচেয়ে দামি ব্রেসলেট চাইলেন-দোকানদার : স্যার, ব্রেসলেটে কি আপনার প্রেমিকার নাম খোদাই করে নেবেন?ভদ্রলোক : না, তার দরকার নেই। তার চেয়ে বরং লিখে দেন, ‘তুমিই আমার প্রথম এবং একমাত্র প্রেম’।দোকানদার : স্যার, আসলেই আপনি খুব রোমান্টিক।ভদ্রলোক : এখানে আসলে রোমান্টিকতার কিছু নেই, পুরোটাই প্রাকটিক্যাল। যদি তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়, তাহলে ব্রেসলেটটি আমি অন্য কোথাও ব্যবহার করতে পারব।****তোমার জন্য অ্যাম্বুলেন্সরেস্টুরেন্টে প্রেমিক-প্রেমিকা-প্রেমিক : কী খাবে?প্রেমিকা : আমার জন্য এক কাপ চা হলেই চলবে তোমার জন্য অ্যাম্বুলেন্স।প্রেমিক : মানে?প্রেমিকা : মানে ঐ দেখ আমার স্বামী ঢুকছেন।কিন্তু দেখা গেল স্বামীর পিছন পিছন ঢুকছেন আরেক তরুণী। এবার প্রেমিকা (মানে ওই স্বামীর প্রকৃত স্ত্রী) মূর্ছা গেলেন।****পোস্ট অফিস তো খোলাছোট্ট এক বাচ্চা স্কুলে যাচ্ছে। পথিমধ্যে এক পরিচিত বয়স্ক লোকের সঙ্গে তার দেখা। তিনি রসিকতা করে ছেলেটিকে বললেন, ‘বাবু তোমার পোস্ট অফিস তো খোলা।’ছেলেটিও কম যায় না। ঝটপট উত্তর দিল, ‘সেকি আঙ্কেল! আপনি তো দেখি ব্যাক ডেটেড। এই ইন্টারনেটের যুগেও আপনি পোস্ট অফিসের দিকে তাকিয়ে আছেন!’****বাড়িটা কি রেল স্টেশনইদানিং ছেলেটা খুব বিরক্ত করছে মেয়েটিকে। স্কুলে যাবার পথে, বাড়ি থেকে বের হলেই পিছু নিত মেয়েটির। একদিন ছেলেটি হুট করে মেয়েটির বাড়িতে হাজির। তাকে দেখেই মেয়েটি বিরক্ত হয়ে বলল, ‘আমার বাড়িটা কি রেল স্টেশন? যখন তখন ঢুকে পড়বেন আপনি?’ছেলেটা পরিস্থিতি ঠান্ডা করতে বলল, ‘টিকেট কেটে আসতে হবে?’মেয়েটির ঝটপট উত্তর, ‘যান কাউন্টারে বাবা বসে আছেন?’এসইউ/এমএস
Advertisement