কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমা হামলায় নিহত সাতজনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতদের স্বজনদের মাধ্যমে প্রাথমিকভাবে এ পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন কক্সবাজারের চকোরিয়ার ইউসুফ, আবু তাহের, নরসিংদী পলাশ উপজেলার আসমা বেগম ও তার ছেলে শান্ত, যশোর সদর উপজেলার নুরুজ্জামান পপলু ও তার মেয়ে মাইশা।হাসপাতালের পরিচালক ডা. হাবীব আব্দুল্লাহ সোহেল জাগোনিউজকে জানান, অগ্নিদগ্ধ ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চকরিয়ার রাশেদুল বাদশা ও হানিফের অবস্থা আশঙ্কাজনক। প্রসঙ্গত, মঙ্গলবার ভোররাত তিনটার দিকে উপজেলার মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার থেকে ছেড়ে আসা আইকন পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাতজনের মৃত্যু হয়, আহত হন আরও ১৬ জন। কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জাগোনিউজকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে।বিএ/পিআর
Advertisement