টানা ১০ ঘণ্টা পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে রেববার রাত ৯টার পর থেকে ৭টি ডাম্প ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার সকাল ৭টায় তা স্বাভাবিক হয়।জানা গেছে, প্রচণ্ড স্রোতে ফেরি চলাচলে ব্যর্থ হওয়ায় ডাম্প ফেরিগুলো বন্ধ করে নোঙরে রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। অন্যদিকে, ৭টি ডাম্প ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে নৌরুটে ফেরি সঙ্কট দেখা দেয়। ফলে কাওড়াকান্দি ঘাটে আটকে পড়া বাসের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।মাওয়া নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খন্দকার খালিদ হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে পদ্মায় প্রচণ্ড স্রোত ও বড় বড় ঢেউ দেখা দিয়েছে। এ প্রতিকূলতার সঙ্গে ডাম্প ফেরিগুলো কুলিয়ে উঠতে পারছিল না। এ অবস্থায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সোমবার সকাল থেকে আবার শুরু হয় ফেরি চলাচল।
Advertisement