খেলাধুলা

নতুন রেকর্ড ছোঁয়ার স্বপ্ন সেরেনার

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারের ১৯ তম শিরোপা  জিতেছেন ৩৩ বছর বয়সী সেরেনা। তবে, এখানেই থেমে থাকতে চান না সেরেনা। স্বপ্ন দেখেন ২২টি গ্র্যান্ডস্লামের মালিক জার্মানির টেনিস তারকা স্টেফি গ্রাফের রেকর্ড ছোঁয়ার।মেলবোর্নের রড লেভার অ্যারেনায় রাশিয়ান গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভাকে হারিয়ে এক রকম দৃষ্টান্তই প্রতিষ্ঠা করেছেন সেরেনা উইলিয়ামস। ৩৩ বছর বয়সী এই টেনিস কন্যা নানা রকম বন্ধুর পথ পেরিয়ে একের পর এক নাম লিখিয়েছেন রেকর্ডের খাতায়। সেই সাথে আমেরিকান টেনিস খেলোয়াড় হেলেন উইলস মুডির পাশে নাম লেখান সেরেনা।অস্ট্রেলিয়ান ওপেনজয়ী চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস বলেন, ` অসুস্থতা বেশ ভোগাচ্ছিলো আমাকে। কিন্তু যেহেতু এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। তাই সব মনোযোগ খেলায় ছিলো আমার। আর এজন্যই আজ ট্রফি আমার হাতে।কিন্তু এখানেই থেমে যেতে চান না সেরেনা? না, সেরেনার লক্ষ্য এখন নতুন রেকর্ড ছোঁয়ার। কেননা, তার সামনে দাঁড়িয়ে এখন আর মাত্র দু`জন। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জার্মানির স্টেফি গ্রাফ এবং ২৪ টি গ্র্যান্ড স্ল্যামের অধিকারী অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট।এমআর/পিআর

Advertisement