খেলাধুলা

তিনে নয়, সাতেই নামলেন সাব্বির

গত বছর থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটে তিন নম্বরে পজিশনে নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছেন দেশের অন্যতম সেরা ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমান। আফগানদের বিপক্ষে চলতি সিরিজ শুরু আগে তাই আলোচনার বিষয় ছিল ওয়ানডে কত নম্বরে খেলবেন তিনি। আলোচনা ছিল, তিন নম্বরেও নামতে পারেন। তবে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাত নম্বরেই ব্যাট করতে নামলেন বাংলাদেশের এ নবীন পোস্টার বয়।টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাটিং করে সফল হবার পর ওয়ানডেতে তিনে খেলার ইচ্ছা পোষণ করেছিলেন সাব্বির। এ জন্য ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বেশ কয়েকটি ম্যাচে তিন নম্বরে ব্যাট করেছিলেন তিনি। ১৬ ম্যাচের ৯টিতে তিন নম্বরে ব্যাট করে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিসহ করেছিলেন ২৯০ রান।  তবে তিনে যে সাব্বিরকে নামানো হচ্ছে না, তা আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথা থেকে বোঝা গিয়েছিল। জাগোনিউজে প্রকাশ করা হয়, তিন নম্বরে খেলছেন ইমরুল কায়েসই। শেষ পর্যন্ত হয়েছেও তাই। তিনে নেমে খারাপ করেননি ইমরুল। ৫৩ বলে ৩৭ রান করেছেন তিনি। সবচেয়ে বড় কথা তামিমের সঙ্গে গড়েছেন ৮৩ রানের জুটি। তাই আপাতত তিনে খেলার ইচ্ছেটা পূরণ হচ্ছে না সাব্বিরের।আরটি/আইএইচএস/পিআর

Advertisement