জাতীয়

পাট রফতানির কোনো চুক্তি হয়নি : সংসদে বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন, বিদেশে পাট রফতানির জন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের রফতানি চুক্তি নেই। তবে বিদেশি আমদানিকারকদের চাহিদা মাফিক পাট ও পাটজাত পণ্য বাংলাদেশের রফতানিকারক প্রতিষ্ঠান স্ব-উদ্যোগে রফতানি করে থাকে।রোববার জাতীয় সংসদে গোলাম দস্তগীর গাজীর (নারায়ণগঞ্জ-১) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।   একে এম রহমততুল্লার (ঢাকা-১১) এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান বিজেএমসির নিয়ন্ত্রণাধীন কোনো পাটকল লে অফ নাই। এইচএস/আরআইপি

Advertisement