অডিও অঙ্গন থেকে বিদায় নিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। আগামীতে তার কোনো একক কিংবা মিশ্র অ্যালবাম প্রকাশ হবে না বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আগুন বলেন, `গান গাইতে এখন আর ইচ্ছা করে না। তারপরও এতদিন বিশেষ অনুরোধে গান গেয়ে এসেছি। কিন্তু সঙ্গীতাঙ্গনের সার্বিক অবস্থার কথা চিন্তা করে এখন তাও গাইতে ইচ্ছা করছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আর কোনো অডিও অ্যালবামে গান গাইব না। শুধু বিশেষ অনুরোধে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেব। সব মিলিয়ে অডিও বাজারের বর্তমান দুরবস্থা, পাইরেসির দৌরাত্ম্য এবং ব্যক্তিগত কিছু কারণে অডিও অঙ্গন থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।` ২০১০ সালে আগুনের সর্বশেষ একক অ্যালবাম `কী যে কান্না পেয়েছিল` প্রকাশিত হয়। মাঝে চার বছর কেটে গেলেও অডিও অ্যালবামে আগুনের নতুন কোনো গান প্রকাশিত হয়নি। পুরো সময়টাতেই তিনি ব্যস্ত ছিলেন অভিনয় নিয়ে। এদিকে, বছর দুই আগে আগুন ঘোষণা দিয়েছিলেন, পুরনো গানগুলো তিনি নতুনভাবে প্রকাশ করবেন। বেশ তোড়জোড়ভাবেই তিনি ওই অ্যালবামের কাজ শুরু করেন। কিন্তু কিছুদিন না যেতেই অ্যালবামের কাজটি বন্ধ করে দেন। পুরনো গানের অ্যালবামটি আগামীতে প্রকাশের সম্ভাবনা আছে কিনা জানতে চাওয়া হলে আগুন বলেন, `অডিও অ্যালবাম করার কোনো ইচ্ছাই নেই। তাই এর কাজও বন্ধ করে দিয়েছি।`এইচএন/পিআর
Advertisement