আন্তর্জাতিক

করবিনই থাকছে লেবার পার্টির নেতৃত্বে

ব্রিটেনের লেবার পার্টির নেতৃত্ব জেরেমি করবিনের হাতেই থাকছে। দলের নেতা নির্বাচনের জন্য দ্বিতীয় ধাপে যে ভোট হয়েছে সেটিতেও বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। দ্বিতীয় ভোটে করবিন পেয়েছেন মোট প্রদত্ত ভোটের ৬১ দশমিক ৮ শতাংশ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়েন স্মিথ পেয়েছেন ৩৮ দশমিক ২ শতাংশ ভোট। বিবিসির খবরে এ তথ্য পাওয়া গেছে। গত সাধারণ নির্বাচনের পর এড মিলিব্যান্ড পদত্যাগ করেন। দলের কাণ্ডারি কে হবেন- তা নিয়ে তখন থেকেই সাধারণ সদস্য ও পার্লামেন্ট সদস্যদের মধ্যে বিভক্তি দেখা দেয়। করবিনের বিরোধীরা মনে করেন, তিনি যদি লেবার পার্টির নেতৃত্বে থাকেন তবে এই দলটি নির্বাচনে জিততে পারবে না। অবশ্য সাধারণ সদস্যদের অনেকের কাছে করবিন বেশ জনপ্রিয়। এনএফ/এমএস

Advertisement