চলমান অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার হরতাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো চলছে।হরতাল চলবে বুধবার ভোর ৬টা পর্যন্ত। বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এই হরতালের ডাক দেওয়া হয়।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় উড়িয়ে দেয়া ও তাকে গ্রেফতারে আওয়ামী লীগ নেতাদের হুমকি, আন্দোলন দমনে পুলিশি পদক্ষেপের দায় নিয়ে প্রধানমন্ত্রীর আতঙ্ক সৃষ্টি করা, নেতাকর্মীদের বাড়ি-গাড়িতে বোমা হামলা-অগ্নিসংযোগ, অবরোধ চলাকালে প্রায় ২১ নেতাকর্মীকে হত্যা, ১৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার, সরকারি এজেন্ট দিয়ে পেট্রলবোমা মেরে তার দায় আন্দোলনকারীদের ওপর চাপানোর প্রতিবাদে এবং গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য এই হরতালের আহবান করা হয়।হরতালে নাশকতা মোকাবিলায় রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত মোতায়েন রয়েছে পুলিশ। এ ছাড়াও রয়েছে বিজিবি সদস্যরা।এ দিকে হরতালের কারণে সোমবারের এসএসসি পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়েছে শুক্রবারে। তবে বুধবারের পরীক্ষা যথারীতি সূচি অনুযায়ীই শুরু হবে।বিএ/পিআর
Advertisement