আন্তর্জাতিক

ভারত সীমান্তে পাকিস্তানের গোয়েন্দা পায়রা আটক

কাশ্মির ইস্যুতে পাক-ভারত উত্তেজনা যখন তুঙ্গে ঠিক সেই সময় পাকিস্তান থেকে ভারতে উড়ে আসা একটি সাদা পায়রাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। পাঞ্জাবের হোসিয়ারপুরের মোটলা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পায়রাটি দেখা যায়। পায়রাটির ডানায় উর্দু ভাষায় কিছু লেখা রয়েছে। শুক্রবার হোসিয়ারপুরের মোটলা গ্রামের বাসিন্দা নরেশ কুমারের নজরে পড়ে পায়রাটি। পরে পুলিশকে পায়রা উদ্ধারের তথ্য জানান নরেশ। পুলিশ পায়রার ডানায় সাংকেতিক কোড উদ্ধারের চেষ্টা করছে। মুকারিয়ান পুলিশের উপ-পুলিশ সুপার ভুপিন্দর সিং হিন্দুস্তান টাইমসকে বলেন, পায়রাটির ডানায় বার (দিন) উল্লেখ আছে। তিনি বলেন, পায়রাটির ভেতরে কোনো কিছু লুকানো আছে কিনা তা জানতে এক্সরের জন্য পাঠানো হয়েছিল; তবে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। সতর্কতা হিসেবে ওই পাখিটিকে আমরা হেফাজতে রেখেছি। মুকারিয়ান থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে পাঠানকোট শহরের অবস্থান। কিছুদিন আগে পাঠানোকোটের বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। এসআইএস/এমএস

Advertisement