একটা সময় ছিল ম্যাচের আগের নেটে অনুশীলন করা দেখেই বাংলাদেশ দলের একাদশ নির্বাচন করা যেত। তবে বর্তমান কোচরা সে পথে হাঁটছেন না। ম্যাচের আগের দিনও নেটে অনুশীলন করাচ্ছেন ডাক পাওয়া সবাইকেই। তাই মূল একাদশে কে কে থাকছে তার জন্য অপেক্ষা করতে হচ্ছে ম্যাচের আগ পর্যন্ত। তবে সবশেষ ম্যাচ গুলোতে নিয়মিত ভালো খেলে দলে জায়গা করে নেওয়ার অপেক্ষায় মোসাদ্দেক হোসেন সৈকত। এমনটাই ইঙ্গিত মিললো কোচের কথায়। শনিবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টাইগার কোচ হাথুরুসিংহে বলেন, `সৈকত যথেষ্ট মেধাবী একজন খেলোয়াড়। বিগত সিরিজ গুলোতে থেকেই সে ধারাবাহিকভাবে ভালো খেলছে। সবশেষ একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করেছেন।`দলে জায়গা পাওয়া নিয়ে তিনি আরও বলেন, `তার ধারাবাহিক এই পারফর্মেন্স দলের অন্যদের জন্য জায়গা পাওয়া কঠিন করে দিয়েছে। দল নির্বাচন নিয়ে নির্বাচক ও আমাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে।` এমআর/পিআর
Advertisement