সাহিত্য

অনুভূতির ভীতি

এখন তোমার কষ্ট হয় আমি বুঝি রাত হলে ঘুম হয়নাফোনে তোমায় কেউ পায় নাএখন তোমার উঠতি সময় পতনের নয় চোখের তারা জ্বলজল করে সারাটা সময়ভ্যাপসা গরমে রক্ত আগুনে তরুপল্লব আমার দুয়ারের পাটাতন খোলা, খুলিয়াছি সব ভেজা আকাশ আজ শেষ রাতে খেলাতোমার মাঠেই ভালোবাসার মেলা সেখানে ফুলের বনে মধুপোকাটা আজ মগ্ন লীলায় বৃষ্টি হয়েই রঙ্গীন কিছু গন্ধ বিলায় মমতা ভিজে মনে মনে তাই সুর হয়ে যায় চোখে নৃত্য নি:শ্বাস দিয়ে দৃষ্টির দাগ মুছি আর শরীর উদোম করে তোমার সুন্দর আমি খুঁজি। এখন যে তুমি নষ্ট হওনা,সেটাও আমি বুঝি !

Advertisement